Wednesday, July 8, 2020

আরণ্যক

অরণ্য-জীবন নেই আজ আছে জীবনে অরণ্য-
পশুরা গিয়েছে বনে সে ভূমিকা নিয়েছে মানুষ।।

Wednesday, June 10, 2020

অমলকান্তি

অমলকান্তি তুমি.....

এখনো কি একলা হাঁটো
         আনমনে এই শহর জুড়ে
একা একাই পথকে মাপো
       হারিয়ে যেতে দিকশূন্যপুরে
এখনো কি জিন্সটা পড়ো! 
         রঙ ওঠা ওই পকেট ছেঁড়া
বোতাম বিহীন  পাঞ্জাবিটার 
         বুকপকেটের কোনটা ছেঁড়া?
    
চারমিনার খাও! চোখ বুজিয়ে
        মাটির ভাঁড়ে তৃপ্ত চুমুক
বৃষ্টি হলে অলস চোখে
      ভাবতে বসো মেঘের - মুলুক?
এখনো কি রাতের বেলায়
          ঘুম ভেঙে যায়!  স্বপ্ন দেখে
খুচরো গুলো হারিয়ে খোঁজো
            মনের কোনের চার পকেটে?

ডাক বাক্সটা আগের মতই
          ভাবলেশহীন আধ খোলা
পৌঁছোয় কি চিঠি কারুর....  আজ....
     ...    জীবনের.....সন্ধেবেলা!!

Tuesday, June 9, 2020

জলছবি

আঁকছি দেখ সকাল সাঁঝে
    মন পাগলের হারিয়ে যাওয়া
.... রং তুলি 
আমার সকল ব্যাথার মাঝে
মনের কোনে লুকিয়ে রাখা
সাদা কালো ক্যানভাসে
.....জীবন্ত কিছু জলছবি।

কবিতাওয়ালা

কবি//

আপনি ... 

লিখেছেন যা সোজা সুজি স্বীকারোক্তি অকপটে
একটু খানিক বুঝিয়ে বলুন 'কবিতা' নামের মেয়েটি কে !
রাঁধে ভালো! বসন ভূষণ! বাঁধে খোঁপা এলো চুলে 
 রাত্তিরে কি ভাত বেড়ে দেয়! পড়ার নেশায় ঘুম এলে!
ঘরের কাজে পটু কি ও! কাপড় কি কাচে রোববারে?
কাজের মাসি না এলে কি ঘর মুছে দেয়! ঝুল ঝাড়ে?
আমি বাপু অলস মতি, ঘুম ভাঙে প্রায় রোজ দুপুরে ...
বাজার করে! বাসন মাজে! জল ভাঙে কি-ও দুধ পুকুরে? 

আপনার তো বায়না হরেক ! হরেক রকম ইচ্ছে খুশি
 দেয়াল লিখন প্রতিদিন-ই, লাইক-বেলাই্কে... মেকি হাসি!
আমার বাপু সাধও নেই-, সাধ্যও নেই বলা ভালো,
সাদা পাতায় কল্পনার ঘরে 'কবিতা' কেমন মিশ কালো ।
 সদ্য ঘোষক নিজেই নিজে, হরফ নিলেন কবি হবার 
 কলেজ স্ট্রীটের মোড়কে তাই পদ্য বেচেই কম্ম সাবাড় !!

Thursday, February 13, 2020

মন তুই

মন তুই    মন খারাপের একটা ছোট বিকেল
মন তুই    ছুটির আগে স্কুল গেটে চেপে সাইকেল
মন তুই    গাছের পাতার ওপর মেঘ ভাঙা রোদ ঝিলিক
মন তুই     চুপচুপে এক বর্ষা ভেজা শালিক

মন তুই    শীতের আদরে শরীরী দাবানল 
মন তুই    মেঘলা বরণ আকাশ ছেঁচা জল 
মন তুই    উদাস দুডানা বিষণ্ণ গাঙচিল
মন তুই    গোধূলি বরণ বকুল বীথির ঝিল 

মন তুই    আমার কাছে এখনও অনেক দামি  
মন তুই    এক কাঁকন মেয়ের আদুরে পাগলামি 

মন তুই    এখন অনেক বড়, স্বপ্নে পাওয়া সয়ম্বর 
মন তুই    ছোট্ট কখনও... চিলেকোঠার খেলাঘর
মন তুই    রাত জাগা দুচোখ, হাজার তারার প্রজাপতি
মন তুই    চেনা বিছানা...বালিশ...আদর...খুনসুটি 

মন তুই    তপ্ত নিশান, মহানগরের লাল 
মন তুই    সস্তা চুমুকে ... মাঝরাতে বেসামাল 
মন তুই    আমার আকাশ সাত রঙা রামধনু 
মন তুই    রাখাল ছেলের সাথী খেলার বেনু 

মন তুই    ওই কাঁকন মেয়ের দুষ্টু পায়ের মল 
মন তুই    আর একটি বার, আমায়... তোর স্বপ্নে নিয়ে চল... ।।

Monday, February 3, 2020

নতুন ভোর

তোর হাসিতে হাসছে দেখ নতুন দিনের ভোর
তোর হাসিতে আবার সতেজ স্বপ্ন না কাটা ঘোর
তোর হাসিতে ফুটুক পলাশ, ছড়াক রং আগুন
তোর হাসির কাছে মাথা নোয়াক দীপ্ত চেনা ফাগুন
তোর হাসিতে জ্বালাক বাতি হাজার তারার রাত
তোর হাসিতে আনুক রবি নতুন সুপ্রভাত....