কবি//
আপনি ...
লিখেছেন যা সোজা সুজি স্বীকারোক্তি অকপটে
একটু খানিক বুঝিয়ে বলুন 'কবিতা' নামের মেয়েটি কে !
রাঁধে ভালো! বসন ভূষণ! বাঁধে খোঁপা এলো চুলে
রাত্তিরে কি ভাত বেড়ে দেয়! পড়ার নেশায় ঘুম এলে!
ঘরের কাজে পটু কি ও! কাপড় কি কাচে রোববারে?
কাজের মাসি না এলে কি ঘর মুছে দেয়! ঝুল ঝাড়ে?
আমি বাপু অলস মতি, ঘুম ভাঙে প্রায় রোজ দুপুরে ...
বাজার করে! বাসন মাজে! জল ভাঙে কি-ও দুধ পুকুরে?
আপনার তো বায়না হরেক ! হরেক রকম ইচ্ছে খুশি
দেয়াল লিখন প্রতিদিন-ই, লাইক-বেলাই্কে... মেকি হাসি!
আমার বাপু সাধও নেই-, সাধ্যও নেই বলা ভালো,
সাদা পাতায় কল্পনার ঘরে 'কবিতা' কেমন মিশ কালো ।
সদ্য ঘোষক নিজেই নিজে, হরফ নিলেন কবি হবার
কলেজ স্ট্রীটের মোড়কে তাই পদ্য বেচেই কম্ম সাবাড় !!
No comments:
Post a Comment