অমলকান্তি তুমি.....
এখনো কি একলা হাঁটো
আনমনে এই শহর জুড়ে
একা একাই পথকে মাপো
হারিয়ে যেতে দিকশূন্যপুরে
এখনো কি জিন্সটা পড়ো!
রঙ ওঠা ওই পকেট ছেঁড়া
বোতাম বিহীন পাঞ্জাবিটার
বুকপকেটের কোনটা ছেঁড়া?
চারমিনার খাও! চোখ বুজিয়ে
মাটির ভাঁড়ে তৃপ্ত চুমুক
বৃষ্টি হলে অলস চোখে
ভাবতে বসো মেঘের - মুলুক?
এখনো কি রাতের বেলায়
ঘুম ভেঙে যায়! স্বপ্ন দেখে
খুচরো গুলো হারিয়ে খোঁজো
মনের কোনের চার পকেটে?
ডাক বাক্সটা আগের মতই
ভাবলেশহীন আধ খোলা
পৌঁছোয় কি চিঠি কারুর.... আজ....
... জীবনের.....সন্ধেবেলা!!
No comments:
Post a Comment