মন তুই মন খারাপের একটা ছোট বিকেল
মন তুই ছুটির আগে স্কুল গেটে চেপে সাইকেল
মন তুই গাছের পাতার ওপর মেঘ ভাঙা রোদ ঝিলিক
মন তুই চুপচুপে এক বর্ষা ভেজা শালিক
মন তুই শীতের আদরে শরীরী দাবানল
মন তুই মেঘলা বরণ আকাশ ছেঁচা জল
মন তুই উদাস দুডানা বিষণ্ণ গাঙচিল
মন তুই গোধূলি বরণ বকুল বীথির ঝিল
মন তুই আমার কাছে এখনও অনেক দামি
মন তুই এক কাঁকন মেয়ের আদুরে পাগলামি
মন তুই এখন অনেক বড়, স্বপ্নে পাওয়া সয়ম্বর
মন তুই ছোট্ট কখনও... চিলেকোঠার খেলাঘর
মন তুই রাত জাগা দুচোখ, হাজার তারার প্রজাপতি
মন তুই চেনা বিছানা...বালিশ...আদর...খুনসুটি
মন তুই তপ্ত নিশান, মহানগরের লাল
মন তুই সস্তা চুমুকে ... মাঝরাতে বেসামাল
মন তুই আমার আকাশ সাত রঙা রামধনু
মন তুই রাখাল ছেলের সাথী খেলার বেনু
মন তুই ওই কাঁকন মেয়ের দুষ্টু পায়ের মল
মন তুই আর একটি বার, আমায়... তোর স্বপ্নে নিয়ে চল... ।।
No comments:
Post a Comment