Monday, February 3, 2020

নতুন ভোর

তোর হাসিতে হাসছে দেখ নতুন দিনের ভোর
তোর হাসিতে আবার সতেজ স্বপ্ন না কাটা ঘোর
তোর হাসিতে ফুটুক পলাশ, ছড়াক রং আগুন
তোর হাসির কাছে মাথা নোয়াক দীপ্ত চেনা ফাগুন
তোর হাসিতে জ্বালাক বাতি হাজার তারার রাত
তোর হাসিতে আনুক রবি নতুন সুপ্রভাত....

No comments:

Post a Comment