Tuesday, July 29, 2014



আমার - 'আমি'-কে



কবি তুমি অনেক বড়
প্রচ্ছদে, প্রচ্ছদে  ঢাকা তোমার নাম
তোমার কাছে জানতে চাই
লেখনা কেন 'বরুণের' নাম !!
লেখনা কেন 'সিঙ্গুর' 'নানুর' ! লেখনা কেন 'রিজওয়ানুর' ?
তোমার কলম আকেনা কেন কোনো 'অপরাজিতার' নাম ??

সাগর ফেনায় মেশাও জীবন
মেশাও নুনের সাথে ঘাম
সরল অঙ্কে মিলিয়ে দিলে ..... খেটে খাওয়া মানুষের দাম
রঙের রাজের রাজনীতিতে
তফাত করো মান-হুশের...'মান' !
তফাত কিছু করতে পারো 'উলুধ্ধনী ' বা 'আজান'  ??

বিন্ধ থেকে 'হিন্দু' গড়,  সিন্ধু থেকে 'মুসল্লম -ইমান'
তোমার খোদা কোথায় থাকেন, ভগবানের কোথায় ধাম ?
মসনদের আড়ালে বিভেদ গড় যাত পাত 'হিন্দু-মুসলমান'
তোমার খোদা হিন্দুর মন্দিরে থাকেন, আমার দেবতা তোমার মসজিদের শান ||




দ্যুতিমান ||

No comments:

Post a Comment