মানুষ মরলে তুমি উল্লাসিত হও
তুমি হাততালি দিয়ে ওঠ ছিন্ন ভিন্ন দেহ দেখে
বারূদের গন্ধে তোমার নেশা হয়
নেশা হয় তোমার লাল রক্ত দেখে
সংকীর্তনের মত তোমার মাথায় বাজে
'আজ আমার জয়যাত্রার শুরু'
'আজ' .... জগতের যাত্রা যবে শেষের শুরু
ওই দেখো তোমার জগতযাত
আঙ্গুল তুলেছে তোমারি দিকে
দেখো .. তোমার ...
মানুষই তো মারছে ... মানুষই তো মরছে ||
1.jpg)
No comments:
Post a Comment