হাজার বছর ধরে পথ চলা আজ তবে শেষ
'অনির্বান' তোরও বুঝি আজ নেই অবশেষ
নটার সাইরেন ক্রস চেক রেডিওটাও তোর সুরে
'যৌথ খামারের' গীমিক বিজ্ঞাপন আজও বেচে ঘরে ঘরে
'শতাব্দী' থেকে 'পৌলমী' ... 'রাজশ্রী' থেকে রং রুট
নীলাঞ্জনার সপ্নগুলো লাশকাটা ঘরে আজও 'দলছুট'
এ শহর রাখবে মনে, তোকে ও তোর পরাধীনতা
'দিনবদলের' স্বপ্নগুলো কিস্তিতে বেচে দিলি .... 'নচিকেতা' !!!

No comments:
Post a Comment