অপমৃত্যু
রক্তে ভেজা অপরাজিতা তৃণ সনে মিশে শেষ
আরেকটিবার বারাসাত সাক্ষী নৈরাজ্যের রেশ
সাধারণ অতি, নয় celebrity, কি দেশের কাজে লেগেছে ?
তাঁর প্রতি তাই রাজ্যবাসীর সমবেদনাও কিঞ্চিৎ কমেছে ।
তায় যদি হতো , ভাইপো মসনদের , খেত পুলিশ চড় কবুল
অভিষেক হতো
রাজনীতিতে, বোধনে পাত পেতো ভিখিরি
কালিঘাট কূল ।
ব্যাভিচার রাজের, বেক্তি স্বার্থের , বেজে
ওঠে ওই দামামা
কটাই তো বছর !! হাতে মাত্র , লাপুটে সাপুটে কামানা !!!
হুঁশিয়ার !! বেয়াদপ
!! এ- গনতন্ত্র , এবার মাথা নেড়েছে
চোপ !! পরোয়ানা ,
আমার জামানা , 'পরিবরতন' চলেছে ।
শ্লীলতাহানি
?? চাট্টিখানি ??? সব সাজানো গল্প
সমবেদনা !! আছে... থাকেই , এই মৄত্যুতে-ও কিছু অল্প।।
চক্রান্ত সব, বিরোধী শিবির , press/media-র রটনা
পাঠক সমাঝদার !! দৈনিক বা বেতার , বেসুরো বিছিন্ন ঘটনা ।
এ-মেয়ে তো ‘ওরা’, লাল রক্তে মোড়া , বাম জামানায় জন্ম
মামুলী ঘটনা, এ-মেয়েটি তাই এ-সবুজ বাংলার কেউ না ।।
মা সারদার কথামৄতে পঞ্জি scheme এর সূচনা
গরীবেরে দোয়ায় মন্ত্রী আমলা, কুঃ - গোয়ালার যোজনা
কবিতা বিকোয় নাকি কোটি টাকাতে, কেনে নাকি সেন শর্মা
কল কারখানা গেছে রসাতলে, ঠোঙা বেচে বিস্বকর্মা ।।
অসি বেশে মসি ,মান ভাঙ্গে দ্যুতি, লাল প্রতিবাদে লেখা কাব্য
পাগলে কি না কয় ,
এই দুনিয়ায় , আর ছাগ এর কি না খাদ্য !!
মন্ত্রী আমলা ,
কুম্ভিরাশ্রু জন প্রতিরোধে স্তব্ধ
খড়ি কাঠে আজ বুড়ো ভগবান ,
বিচারের আশায় জব্দ ।।

No comments:
Post a Comment