Thursday, April 25, 2013

উৎস মানুষ

উৎস মানুষ ।। 


হায় ভগবান ! কাদের হাতে
পুতুল খেলার সুতো দিলে
বলল কথা আবোল তাবোল,
নাচল শুধু মন্দতালে ।
এমনি ভাবেই দিনগুলো কি হারিয়ে যাবে ...
মিথ্যাচারের দুলকি চালে ?
তোমার শত ব্যেথার মাঝেও
ওদের দুঃখী মুখগুলো
জীবন জয়ের প্রত্যয়ে , উদ্ভাসিত চোখগুলো
দেখছে তোমায় সারাটা দিন
ফিরে পাবার সপ্ন রঙিন
তোমার ক্ষমা, ভালোবাসায়
জাগুক নব প্রত্যাশা ,
ভরুক আলোয় সপ্ননীড়
শপথ হোক আরো গভীর
তবে এবার ভয়টা কিসের
আবার নতুন গানটা গাও
ওই যে-মানুষ হাত তুলেছে
বলছে, আমায় শিখতে দাও ।
স্বার্থপরের দাবার ঘুঁটি
এধার ওধার হতেই হবে ।
মানুষের হাতে তোমার হাত
হবেই এবার কিস্তিমাত ।।

No comments:

Post a Comment