Friday, August 23, 2019

ঠিকানা

আমার খবর শিশিরের কাছে
ভোরের কুহেলি আঁধারে মিশে
গাছের পাতার মরমর ধ্বনি
আমার খবর পাখির শিসে

আমার খবর ডাক দিয়ে যায়
অজানা দুপুরে ফেরিওয়ালা বেশে
আমার খবর গোধূলি বেলায়
ধূসর মেঘের আড়ালে আলোয়

সন্ধে তারার কাছে খোঁজ নিও
আমার খবর রাতের আকাশে।

No comments:

Post a Comment