আজ দূরত্ব বলে একদিন তোমারই খুব কাছে ছিলাম শুধু....
আমার খবর শিশিরের কাছে ভোরের কুহেলি আঁধারে মিশে গাছের পাতার মরমর ধ্বনি আমার খবর পাখির শিসে
আমার খবর ডাক দিয়ে যায় অজানা দুপুরে ফেরিওয়ালা বেশে আমার খবর গোধূলি বেলায় ধূসর মেঘের আড়ালে আলোয়
সন্ধে তারার কাছে খোঁজ নিও আমার খবর রাতের আকাশে।
No comments:
Post a Comment