Sunday, May 5, 2019

অনাসৃষ্টি

বৃষ্টি টাও নেতা মন্ত্রীদের মত আচরণ করে এই চাঁদি ফাটা গরমের বাজারে।।
কি সুন্দর সেজে গুজে এল!
যেই মানুষজন একটু স্বস্তির শ্বাস ফেলেছে অমনি নাক উঁচু মহিলার মত পাম্পু খেয়ে দু-চারটে ফ্লাশ মেরে চলে গেল।

ঠিক যেন এই আসরে আমিই ছিলাম সেরা সুন্দরী, কদর করলি না তো.....

দেখ কেমন লাগে এখন ভাঙা বাসরে!!

No comments:

Post a Comment