রাসবিহারী বসুর নেতৃত্বে অখন্ড ভারতবর্ষের যাত্রা শুরু করেছিল, তা আপসরফার মাধ্যমে ১৯৪৭এ খন্ডিত ভারতে ও ক্ষমতা হস্তান্তরে বিপর্যস্ত হয়ে পড়েছিল। আর তারই ফলশ্রুতি বিগত ৭৫বছর খন্ডিত দেশ এক বিষবৃক্ষের ছায়াতলে আশ্রয় নিয়েছে। আত্মত্যাগী বীর সেনানীদের কথা ইতিহাস থেকে মুছে দেওয়া হয়েছে। স্বাধীন ভারতের গৌরব কাহিনীতে আজাদ হিন্দ সেনানীদের আত্মত্যাগ কোনো স্থান পায়নি। ক্ষমতা হস্তান্তরিত কপট দুর্নীতি গ্রস্থ নেতৃত্বের সকল কর্মাঙ্গন থেকে এরা অপসৃত হয়েছেন। স্বার্থান্ধ ভোগলিপ্সু রাজনৈতিক পরিমণ্ডল একের পর এক জাতীয় স্বার্থ বিরোধী কর্মকান্ড রচনা করে নেতাজী ও তাঁর সৃষ্ট আজাদী সৈনিকদের কোনো স্থান রাখেন নি। আজ যদি তিনি বেঁচে(!?) থাকতেন তাহলে ভারতকে দ্বিখন্ডিত হতে হতনা বা এরকম সুবিধাবাদী, ভোগলিপ্সু, ব্রিটিশদের অনুচরদের হাতে ভারতবাসীকে প্রতিদিন শোষিত হতে হতনা।।
No comments:
Post a Comment