Tuesday, April 9, 2019

কামিয়েনিস্ট

কেরলে ২০ দিনের মধ্যে ৩ টি মামলা:

১. যাযাবর গোষ্ঠীর নাবালিকা মেয়ে অপহরণ করল সিপিআই নেতার পুত্র।

২. পালাক্কাডের সিপিআই-এম অফিসের  ভেতরে এক অসহায় নারীকে ধর্ষণ!

3. কাপড়কুরানী একটি বাচ্চা মেয়েকে বস্তায় ঢুকিয়ে লোহার শলাকা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে অত্যাচার করল এক সিপিএম নেতা।  মেয়েটি আপাতত হাসপাতালে চিকিৎসাধীন।

কমরেড, এটি আপনার জন্য #লাল_সেলাম। এবং, সকল বাম উদারপন্থী ও কমিউনিস্টরা তিনটি ক্ষেত্রেই ডেনড্রাইট খেয়েছেন। সস্তায় নেশাও হয় মুখও বন্ধ থাকে।
অবশ্য যে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই মহিলার বুকের কাপড় ধরে প্রকাশ্যে টান মারতে পারে সে রাজ্য তো #Goons_Own_Country নামে পরিচিতি পাবেই এবং এই সব জননেতা সেই মুখমন্ত্রীর আদর্শেই অনুপ্রাণিত।

থুঃ!

No comments:

Post a Comment