বন্দে মাতরম প্রথমবার গাওয়া হয় ১৮৯৬ সালে-কলকাতায়-AICC(AllIndiaCongressCommittee) অধিবেশনে, যেখানে অধক্ষতা করেছিলেন রেহেমেতুল্লাহ আহমেদ সেয়ানি।
তখন মুসলমাদের কোনো সমস্যা হয়নি।
১৯০৫ সালে লর্ড কার্জন বাংলা বিভক্ত করার সময় মুসলমান ও হিন্দুরা মিলে বাংলার রাস্তায় বন্দে মাতরম ধ্বনিতে এমন সারা ফেলেছিলেন যে ৫-৬ সালের মধ্যে ১৯১১ সালে লর্ড কার্জন ফিরিয়ে নিয়েছিল তার আইন প্রয়োগ।
তখন মুসলমাদের কোনো সমস্যা হয়নি।
১৯৫২ সালে মৌলনা আজাদ শিক্ষা মন্ত্রী ছিলেন। দিল্লিতে শিক্ষামন্ত্রীদের ১ম- সম্মেলনে শুধুমাত্র বন্দেমাতরমই না সরস্বতী বন্দনায় শুরু হয়েছিল সম্মেলন।
তখন মুসলমাদের কোনো সমস্যা হয়নি।
বন্দেমাতরম ভারতের সংস্কৃতি ছিল, কোনো সমস্যা ছিলনা।
সমস্যা শুরু হল ১৯৭৬ সালে ইমারজেন্সির সময় যখন সেকুলার শব্দটি সংবিধানে প্রবেশ করল এবং এই শব্দটিকে রাজনৈতিক সুবিধার্থে ব্যবহার করা শুরু হল, যা আজ অব্দি অব্যাহত।
কোনো পবিত্র গ্রন্থে কোথাও লেখা নেই বন্দেমাতরম গাওয়া যাবে না, বা সেটি গাইলে পরপারে নরকভোগ হবে।
অবশ্য, যারা ইহকালের থেকে পরকালে বেশী মজে আছে তাদের মস্তিষ্কের সারা পাওয়া এক দুর্বোধ্য ব্যাপার!
No comments:
Post a Comment