আজ দূরত্ব বলে একদিন তোমারই খুব কাছে ছিলাম শুধু....
রাস্তায় দেখা মন্টুর সাথে। দেখি কপাল থেকে রক্ত ঝরছে। বাঁ হাতে ব্যাণ্ডেজ সাঁটা, ডান হাতে বিড়ি।
বললাম "কি রে মন্টু, কপাল ফাটল কি করে?"
"আর বলো না দাদা। পুঁটিকে প্রেমপত্র দিতে গেছিলাম, তৃণমূলের ছেলেরা মনোনয়নপত্র ভেবে ধরে কেলিয়ে দিয়েছে।" 😪
No comments:
Post a Comment