বাংলা কারো পৈতৃক সম্পত্তি নয়। পঃ বঙ্গ সবার, তা সে যে ভাষাতেই কথা বলুক না কেন। হিন্দী,বাংলা,অসমীয়া,ওড়িয়া সব ভারতীয়র বাংলার সব কিছুতে অধিকার আছে। দুপংক্তি সংস্কৃত মন্ত্র বা উর্দু কলাম বলে কেউ নিজ গন্ডীতে স্বঘোষিত পন্ডিত হতে পারেন, কিন্তু পঃ বঙ্গের মালিকানা পেতে পারেন না।।
No comments:
Post a Comment