"নাচো বাঙ্গালী নাচো
ভিটে মাটি থাক বা না থাক
রাম বা রহিমের
জীবন নিয়ে বাঁচো।
তোমার ভিটায় ঘুঘু চরাবে!
এমন সাধ্য কার?
জীবন নদে বান ডেকেছে উন্নয়নের জোয়ার!"
ভিটে মাটি থাক বা না থাক
রাম বা রহিমের
জীবন নিয়ে বাঁচো।
তোমার ভিটায় ঘুঘু চরাবে!
এমন সাধ্য কার?
জীবন নদে বান ডেকেছে উন্নয়নের জোয়ার!"
No comments:
Post a Comment