Monday, April 25, 2016

পরিবর্তন - অধঃপতন!



দিন পাল্টায়, বদলায় রঙ
পাল্টায় কি নখ, থাবা, চোখ
আজ যারা মার খায় মরে
কাল উগরায় বিষ ক্ষোভ

ভোট আসে পরিবর্তন নামে
সততা-র মুখোশে ঢাকঢোলে
আসলে গদিটাই তো বলে কথা
উন্নয়ন বা জোটের মমতা

যে ছেলেটার আজ পিঠে দাগ
কাল সে তো উঠবেই গর্জে
হিংসের বলি শৈশব আজ
হিসেবের আঙুল সে তুলবেই

No comments:

Post a Comment