Wednesday, September 30, 2015

ভয়

August 22
পশ্চিমবাংলার বিশ্ববিদ্যলয়ের হাল আমলের ছাত্র ছাত্রীরা কি গুনি সব এক এক জন যেন এক একটি রত্ন।
হেব্বি ব্যাপার!!
গব্বে বুক ফেটে যাচ্ছে মাইরি!!
ইশ!! আমরাও যদি আমাদের সময় শিক্ষাগুরুকে এরকমভাবে মুল্যায়ন করতে পারতাম, তো না জানি বিশ্বের দরবারে কি ফলটাই না ছিঁড়তাম!
পারলাম না রে মদনা!! তোদের মত এত বীরদের মত এত সাহস দেখাতে.... পারলাম না পিতৃ-মাতৃ সম অধ্যক্ষ বা হেডস্যার/দিদিমণি পেটাতে, পারলাম না 'দালাল' বলে তকমা লাগিয়ে দিতে।।
কি করব ভাই মদন!!
আমাদের বাপ-মা গুলোও ছিল মুক্ষু, কি সব আবোল তাবোল শিক্ষা দিত, গুরুজন দেখে পায়ে হাত দিয়ে প্রনাম করতে হয়, মুখে মুখে তর্ক করতে নেই, ভুল বলছেন জেনেও সেই সময় কিছু না বলে সঠিক সময় অন্য ভাবে বুঝিয়ে বলতে হয়, শিক্ষাগুরু দের পিতা-মাতার ন্যায় শ্রদ্ধা করতে হয়।।
ধুশ!! বাজে বকওয়াস!!
হাল আমলের ছেলে পুলেরা কত স্মার্ট! কত বিপ্লবী টাইপ! কত উচ্চ বিচার তাদের!! কত শিক্ষার প্রসার!! কত বড় বড় জিভ!! কত দাদা, দিদি, নেতা, নেতৃ তাদের পিছনে!!
খুব হিংসা হয় রে তোদের দেখে!!
খুব করুনা হয়!!
খুব ভয় হয়!!
বিশ্বাস কর।।
আমার ভবিষ্যৎ প্রজন্ম আমি/আমরা বৃদ্ধ হলে সে অপরাধে রাস্তায় বা আস্তাকুরে ফেলে আসবে না তো!
তোদের দেখেই না বড় হবে তারা!!
তাই না রে!!

No comments:

Post a Comment