Wednesday, September 30, 2015

পুনিশোলে এক দিন মজুর তিন-তিনটে বিয়ে করেছে, এখনও অবধি গোটা চারেক বাচ্চা আরও হবে।
বৌ-দেরকে বাইরে কোথাও কোন কাজ করতেও দেয় না, দিলে সম্মান যাবে।
বাচ্চা গুলোর কোন রকম আইসিডিএস ও স্কুলে খেয়ে দিনটা চলে যায়, রুগ্ন-হার জির-জিরে চেহারা।
বাড়ীতে দিনে রান্না হয় না, বৌ গুলো কি খায় কে জানে?
ভাতার বিকালে ফিরলে, রাতের জন্য একেবারে রান্না হয়। এই ভাবেই চলে যাচ্ছে, শান্তির সংসারটা।
আচ্ছা!
এই শান্তির জন্য কে দায়ী?
ব্যক্তি! সমাজ! ধর্ম! সংসার!
সরকার! না অন্য কেও?
. বি:দ্র: মাকুরা যোগাযোগ করতে পারে, বিঞ্জাপনে ভালো খাবে।

No comments:

Post a Comment