আগত দুর্গাপূজায় গোমাংস কাটা নিশিদ্ধ করতে পশ্চিমবঙ্গ সরকারকে অনুরোধকারী হিন্দু সমিতির সোসাল মিডিয়া জুড়ে প্রায়শই দেখছি বিভিন্ন গ্রুপে সমালোচনার ঝড় উঠছে, মুন্ডপাত চলছে। তা চলুক.... ন্যেগেটিভ এডভার্টাইসিং অনেক সময় পসেটিভ এডভার্টাইসিং -এর চেয়েও ভালো কাজ করে। সেটা ওনারা আমাদের হয়ে বিনা পরিশ্রমে ও পারিশ্রমিকে করে দিচ্ছেন। তারিফ করছি সে জন্য।
কিন্তু আশ্চর্যজনকভাবে, সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত মানুষজনের সে দিক থেকে কোনো আওয়াজ, বিদ্রুপ,কোন কমেন্টস কিছুই চোখে পরেনি, বরং হঠাৎ -ই কিছু হিন্দু ধর্মাবলম্বী কিছু সুশীল সুশিক্ষিত বাঙালী পশ্চাতে 'সর্বহারা' ছাপে শোভিত' বা বলা ভালো 'মানুষের সাথে -মানুষের পাশে' থাকা দলীয় বরাহ নন্দনদের কোথায় ফাটছে!?
আসছে মানবিক অধিকারের প্রশ্ন :-
কিন্তু আশ্চর্যজনকভাবে, সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত মানুষজনের সে দিক থেকে কোনো আওয়াজ, বিদ্রুপ,কোন কমেন্টস কিছুই চোখে পরেনি, বরং হঠাৎ -ই কিছু হিন্দু ধর্মাবলম্বী কিছু সুশীল সুশিক্ষিত বাঙালী পশ্চাতে 'সর্বহারা' ছাপে শোভিত' বা বলা ভালো 'মানুষের সাথে -মানুষের পাশে' থাকা দলীয় বরাহ নন্দনদের কোথায় ফাটছে!?
আসছে মানবিক অধিকারের প্রশ্ন :-
আসলে আমি/ আমরা বাঙালী জাতি কেউ মানবিক নই। নিজের জাতকে যে মানুষ রক্ষা করতে পারে না তারা আবার মানবিক!?
হিসাব করলে দেখা যাবে ২৯-৩৭% বাঙালী রাস্তায় ভিক্ষা করে।
অথচ আমার জীবৎকালে একজন পাঞ্জাবী / শিখ সম্প্রদায়ের লোককে আমি কারুর কাছে হাত পাততে দেখিনি।
তারা কৃপান কোমরে বেঁধে শীত, গ্রষ্ম, বর্ষা অন্ততপক্ষে তালা বেচে দোরে দোরে নচেৎ লঙ্গরখানায় কর সেবকের কাজ করে নিজের ও নিজের পরিবারের আত্মসন্মান বাঁচাতে। কখনো কোন মানুষের কাছে মাথা নত করেন না।
আমার মতে, ধর্মের কাছে মাথা নত করা অনেক শ্রেয়, মানুষ রুপি জানোয়ারের কাছে মাথা নত করার থেকে।
হিসেবে করলে দেখা যাবে, প্রকৃত শিক্ষা তো ওনাদেরই আছে।
আমাদের শিক্ষায় শুধু পপকর্নের মত হয় ফোটা নয় ফাটা আছে।
হিসাব করলে দেখা যাবে ২৯-৩৭% বাঙালী রাস্তায় ভিক্ষা করে।
অথচ আমার জীবৎকালে একজন পাঞ্জাবী / শিখ সম্প্রদায়ের লোককে আমি কারুর কাছে হাত পাততে দেখিনি।
তারা কৃপান কোমরে বেঁধে শীত, গ্রষ্ম, বর্ষা অন্ততপক্ষে তালা বেচে দোরে দোরে নচেৎ লঙ্গরখানায় কর সেবকের কাজ করে নিজের ও নিজের পরিবারের আত্মসন্মান বাঁচাতে। কখনো কোন মানুষের কাছে মাথা নত করেন না।
আমার মতে, ধর্মের কাছে মাথা নত করা অনেক শ্রেয়, মানুষ রুপি জানোয়ারের কাছে মাথা নত করার থেকে।
হিসেবে করলে দেখা যাবে, প্রকৃত শিক্ষা তো ওনাদেরই আছে।
আমাদের শিক্ষায় শুধু পপকর্নের মত হয় ফোটা নয় ফাটা আছে।
No comments:
Post a Comment