জীবনের বেস্ততা চরাই উতরাই, রাজনৈতিক অস্থিরতা
সম্পরকের টানাপড়েন, বন্ধনের অলি গলি
আর কি পেয়েছি কি পাইনি তার হিসেবের তুল্য মুল্য বাজারের আগে
মনের মননের চোরা রাস্তায় কখনো একটি বাঁক আসে
যেখানে পৌঁছে মানুষ একা হয়ে যায়
তখন জেগে ওঠেন কবি, তার কলম,খুঁজে নেন ছেঁড়া খাতার পাতা।
তার পর...
শব্দের রঙে জীবনের কিছু দুষ্প্রাপ্য ছবি তৈরি হয়।
কবিতা ও গান স্বপ্নের মত আসে....
আর তারও কিছু পরে কাগজের ওপর তারা অন্তহীন বাসস্থান তৈরি করে
কবির কবিতা এরকম কিছু মুহূর্ত, এরকম কিছ ক্ষণে লেখা হয়
যখন বক্তা ও শ্রোতার মধ্যে, তুমি এবং আমির দেওয়াল ভেঙে যায়
পৃথিবীর সমস্ত হ্রিদস্পন্দন এক হয়ে একটি প্রানে এসে বাসা বাঁধে
কবির শব্দ পৃথিবীর সমস্ত সংবেদনশীল মানুষের শব্দ হয়ে ওঠে।।

No comments:
Post a Comment